রাঙ্গাবালীতে জাতিসংঘের সহায়তায় সাইলো ও গোখাদ্য বিতরণ
dailybangla
08th Nov 2024 8:23 pm | অনলাইন সংস্করণ
মো.ফরহাদ মৃধা,রাঙ্গাবালী (পটুয়াখালী): ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য নিরাপত্তা এবং জীবিকা রক্ষার জন্য জরুরি সহায়তা-এর আওতায় সাইলো ও গোখাদ্য হিসেবে দানাদার খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে,সেবা মানব কল্যাণ কেন্দ্র (এস এম কে কে) এর বাস্তবায়নে ৯শত পরিবারের মাঝে গো-খাদ্য হিসাবে ২৫ কেজি দানাদার খাবার ও ১টি করে সাইলো বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ কুমার ঘোষ, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃখলিল উল্লাহ,এস এম কে কে এর মনিটরিং অফিসার শুনিল জীবন চাকমা প্রমূখ।