রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাচনী আচরণবিধি নিয়ে অবহিতকরণ সভা
আব্দুল হাই খোকন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন। সভার শুরুতে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপনায় জানানো হয়, নির্বাচন-পূর্ববর্তী সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, দল মনোনীত কিংবা স্বতন্ত্র প্রার্থী এবং তাদের পক্ষে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে আচরণবিধির ৪ থেকে ২৫ ধারার বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান প্রকাশ্যে কিংবা গোপনে চাঁদা, অনুদান বা উপঢৌকন প্রদান কিংবা প্রদানের প্রতিশ্রুতি সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠন থেকে প্রার্থীর সংবর্ধনা গ্রহণ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া নির্বাচনী প্রচারণায় সরকারি সার্কিট হাউজ, ডাকবাংলো ও রেস্টহাউজ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। নির্বাচন কমিশন প্রদত্ত অন্যান্য বিধিনিষেধ সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. রহমত উল্লাহ, একরাম হোসেন বেলাল, আহ্বায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবুল হাশেমসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবহিতকরণ সভা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে রাজনৈতিক কর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কাপ্তাই উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
বিআলো/ইমরান



