রাঙ্গামাটির বিলাইছড়িতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আব্দুল হাই খোকন: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটার, তরুণ ভোটার ও নারী ভোটারদের ভোটাধিকার সম্পর্কে উদ্বুদ্ধ করতে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের কেংড়াছড়ি উত্তরপাড়া কেন্দ্র স্কুল প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। তিনি বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছালেহ আহমদ ভুঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার, বিলাইছড়ি এবং মরিয়ম আক্তার, মাঠ সংগঠক, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, কেংড়াছড়ি। বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সচেতন ভোটারের বিকল্প নেই।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। তিনি বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটার, তরুণ ভোটার ও নারী ভোটাররা অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও ভোট প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
বিআলো/ইমরান



