রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
পলাশ চাকমা, পার্বত্য অঞ্চল ব্যুরো: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাহাড়ি জেলা রাঙ্গামাটির চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৮ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরমধ্যে রাঙ্গামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল সহ মোট চারটি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে সদর উপজেলা নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এই চার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
চার উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা: রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান প্রার্থী অন্ন সাধন চাকমা দোয়াত কলম প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপ্লব চাকমা উট প্রতীক নিয়ে পেয়েছেন,১০ হাজার ২৯ ভোট।
কাউখালী উপজেলা: চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে সামশুদ্দোহা চৌধুরী ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মংসুইউ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন,১১ হাজার ৫৭৭ ভোট।
বরকল উপজেলা: চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বিধান চাকমা ১১ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্তোষ কুমার চাকমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন,৬ হাজার ৬৭৭ ভোট।
জুরাছড়ি উপজেলা: চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সুরেশ কুমার চাকমা (দোয়াত কলম)। তবে প্রার্থীদের ভোটের সংখ্যা জানা যায়নি।
বিআলো/শিলি