• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ‘রাজকুমার’ নিয়ে উন্মাদনার মাঝেই ‘তুফান’ শুরু 

     dailybangla 
    15th Apr 2024 10:38 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘রাজকুমার’-এর শো’র সংখ্যা বেড়েছে।

    ফলে ঈদের ৫ম দিনেও হলগুলোতে শাকিবের নতুন এই সিনেমার জয়জয়কার চলছে।

    এদিকে ‘রাজকুমার’ নিয়ে সারাদেশের সিনেমা প্রেমীদের মাঝে যখন উন্মাদনা বিরাজ করছে, তখনই নতুন সিনেমার শুটিংয়ের কাজে ভারতে উড়াল দিলেন শাকিব খান।

    গত শনিবার সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

    জানা গেছে, আজ সোমবার থেকে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন শাকিব। প্রায় একমাস ভারতের বিভিন্ন লোকেশনে তুফানের শুটিং চলবে।

    একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।

    এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়। যেখানেও গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। শাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন।

    ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’-এর পর শাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই।

    যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘তুফান’-এ ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031