রাজধানীতে অফিসের দরজা ভেঙে ২ যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনে অফিসের দরজা ভেঙে ইমন (২২) ও ফরহাদ (২০) নামে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে নয়াপল্টন কার্লভার্ট রোডের রূপায়ণ তাজ মাতৃভূমি ডেভেলপার কোম্পানির একটি অফিস কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ফরহাদ (২১) ও ইমন (২৩)-কে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতদের (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার জানান, গতকাল বিকেলের দিকে খবর পেয়ে নয়াপল্টনের ওই ভবনের ৬ তলা থেকে দরজার তালা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি নিহতরা মাতৃভূমি ডেভেলপার কোম্পানির পিয়ন ছিল। অফিসের সকলে ঈদের ছুটিতে গেলেও তারা দুজন অফিসেই ছিল। গতকাল থেকে স্বজনরা তাদের মোবাইলে পাচ্ছিল না, গতকাল বিকেলে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। যে রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই রুমের মধ্যে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইমনের বোন জামাই মোহাম্মদ লিটন জানান, ইমন ও ফরহাদ সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। ফরহাদের গ্রামের নাম চকিদার, তার বাবার নাম আব্দুল জলিল। ইমনের গ্রাম ত্রিমোহনী চকিদার বাড়ি, বাবার নাম নুর ইসলাম পাটোয়ারী। বর্তমানে নয়াপল্টনের ওই অফিসেই থাকতেন তারা।
বিআলো/শিলি