রাজধানীতে ভোরে ৪.১ মাত্রার ভূকম্পন
dailybangla
04th Dec 2025 10:36 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ভোরে রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে উত্তর-পূর্বে এবং নরসিংদীর খুব কাছাকাছি অঞ্চলে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে কম্পন হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭ কিলোমিটার এবং কেন্দ্র টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে, মাত্রা ৪.১।
এর আগে কক্সবাজার ও চট্টগ্রামে ১ ডিসেম্বর এবং ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
বিআলো/শিলি



