রাজধানীর উত্তরার ৮ টি স্থানে প্রতিদিন চলে বিএনপির ইফতার বিতরণ
চন্দনা রানী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশ অনুযায়ী মহানগর যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানার বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে।
প্রতিদিন উত্তরার বিভিন্ন স্থানে ইফতার গ্রহণের জন্য অসংখ্য সাধারণ পথচারী, শ্রমজীবী, গরীব দুঃখী ও সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহন করতে দেখা গেছে। এ সময় প্রায় শতশত পথচারী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও ইফতার বিতরণের আয়োজক আব্দুস সালাম বলেন আমরা প্রতিদিন চেষ্টা করি পথচারী, শ্রমজীবী, গরিব, অসহায় ও সাধারণ মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি রমজানের প্রথম থেকে ২৬ তারিখ পর্যন্ত আমরা মানুষের হাতে ইফতার পৌঁছে দিয়েছি এই মহতী কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, “উত্তরায় আমরা আটটি স্থানে ইফতার বিতরণ করেছি। ঈদের আগে আমরা গরীব ও অসহায় মানুষের মাঝে নতুন জামা-কাপড় তুলে দেব, যাতে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি হতে পারে।
ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, বিএনপির সদস্য বাদল হাওলাদার, পারভিন আক্তার, মামুন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির এবং শ্রমিক দল নেতা মহিউদ্দিন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ