রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ওয়ালটন গ্রুপের কর্মচারী ছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে( ঢামেক ) হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মোহাম্মদ হোসেন আলী জানান, গতরাতে সে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন আমার ভাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পড়ে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি টাঙ্গাইল জেলার, কালিহাতী থানার রামপুর। আমাদের পিতা মোহাম্মদ আবুল হোসেন। বর্তমানে খিলখেত এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিআলো/শিলি