রাজধানীর নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
dailybangla
10th Jun 2024 1:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে দাবি করে সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।
তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে ( বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।
বিআলো/শিলি