• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীর পল্টনে বিএনপি-জামায়াতের পৃথক সমাবেশ 

     dailybangla 
    01st May 2025 5:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে আজ পৃথকভাবে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশগুলো হচ্ছে দুই দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে। এর মধ্যে শ্রমিক দলের সমাবেশ হচ্ছে নয়া পল্টনে ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ হচ্ছে পুরনো পল্টনে।

    ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন প্রস্তুতি নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে আসছিলেন নেতা কর্মীরা।

    দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

    অন্যদিকে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সঙ্গে যুক্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে আসেন নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এসময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

    শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

    এদিকে আগামীকাল শুক্রবার (২ মে) আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা।

    আর শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রধান দাবি অবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930