রাজপথে আন্দোলনই এখন একমাত্র পথ: ইমরান খান
আর্ন্তজাতিক ডেস্ক: ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থাকা অবস্থায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই পরিস্থিতিতে রাজপথের গণআন্দোলনই একমাত্র সমাধান।
শনিবার ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বক্তব্য তুলে ধরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা। তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সালমান আকরাম রাজা জানান, ইমরান খান বর্তমানে একাকী বন্দি অবস্থায় রয়েছেন এবং তার পরিবারের সদস্যদের আদালতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারিক কার্যক্রম ভিডিও লিঙ্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইমরান খান তার বার্তায় বলেন, তিনি নিজের অবস্থান থেকে “এক ইঞ্চিও” সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদাতের বিনিময়েও জনগণের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত আছেন।
পিটিআই নেতারা অভিযোগ করেন, আদালতে নিয়মিত শুনানি হচ্ছে না এবং বিচার বিভাগ কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে শান্তিপূর্ণ প্রতিবাদই এখন জনগণের শেষ ভরসা।
দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই রায়কে পাকিস্তানের ইতিহাসের “একটি অন্ধকার অধ্যায়” বলে অভিহিত করেছে।
বিআলো/শিলি



