রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের মানববন্ধন
রাসেল মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ীতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধাদানকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঞ্চাল- নায় মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও রাজবাড়ীতে এখনো তার দোসর ও পেতাত্মারা নানারকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশের দ্রোহীতা করেই যাচ্ছে। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সকল দাবি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সরকার ব্যবস্থা গ্রহণ করলেও রাজবাড়ীতে এজাহারভুক্ত সকল আসামি ও অস্ত্রধারী সন্ত্রাস বাহিনীকে গ্রেপ্তার করে এখনো আইনের আওতায় আনা হয়নি। তাই আমরা রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়টি ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য স্মারকলিপি প্রদান করব।
বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্মারকলিপি প্রদানের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখার এবং এজাহারভুক্ত মামলার আসামিদের গ্রেপ্তার করে অতি দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
বিআলো/তুরাগ