রাজশাহীতে একসাথে ৮ জনের বিষপান, ২ নারীর মৃত্যু
নজরুল ইসলাম জুলু: রাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘন্টায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন নারী -পুরুষ ও শিশুসহ ৮ জন। তাদের মধ্যে ২ নারী মৃত্যু হয়েছে।
শনিবার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ওই নারীরা হলেন, উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা ও দূর্গাপুর পৌর এলাকার পাইকড়তলি গ্রামের ওয়াসিমের স্ত্রী জান্নাতুন।
বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, গত ২৪ ঘন্টায় ৮ জন রোগী বিষপান করে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।আর বাকি তিনজন দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা বর্তমানে ভালো রয়েছে বলেও জানান ওই চিকিৎসক।
বিআলো/তুরাগ