• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে জমি দখল ও সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

     dailybangla 
    19th Feb 2025 2:48 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহী বড়কুঠি এসিল্যান্ড অফিসের হয়রানি ও স্থানীয় সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকীর প্রতিবাদে আজ বুধবার (১৯-০২-২৫ ইং) তারিখ রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছের ভূক্তভোগী রোকশানা আখতার।

    ভূক্তভোগী রোকশানা আখতার লিখিত বক্তব্যে বলেন, নগরীর কাজলা মৌজার জেএল -১৪৪, আরএস দাগ নং-১৬৯০ আমার মাতা রিজিয়া খানম গত ২৫ এপ্রিল ১৯৭৭ তারিখে ১৫৯৪৪-২১৫-১০৪-১০৬ নং বিক্রয় কবলা দলিল মূলে .০৩৭২ একর জমি আজিমুদ্দীন এর নিকট থেকে ৩০ জুন ১৯৭৫ তারিখে ৩৪০৭১-৪১২-২৬৫-২৬৭ নম্বর বিক্রয় কবলা দলিল মূলে.০৩৭২ একরসহ মোট জমি .০৭৪৪ একর জমি ক্রয় করেন। সে সূত্রে আমরা উক্ত জমি খারিজ করে নিয়মিত খাজনা প্রদানের মাধ্যমে ভোগ-দখল করে আসছি।

    কিন্তু আমার বাবা গত ০৫ আগষ্ট ২০১৯ সালে ইন্তেকাল করলে আমাদের ক্রয়কৃত জমির মূল খতিয়ানের মালিকের ওয়ারিশগণ দাবী করে সন্ত্রাসী রতন মৃধা (৩০), পারভীন (৫৪), পারুল (৫২) পিতা- মৃত. একরামুদ্দীন মৃধা এবং পারুলের স্বামী বাবুল (৫৫) ও পারভীনের স্বামী সোহেল, রিপা বেগম (৪০), তার পুত্র হৃদয় (৩০)। একপর্যায়ে সন্ত্রাসী রতন, বাবুল, হৃদয় বিভিন্ন সময় আমাদের প্রাণনাশের হুমকী দেয়াসহ পুলিশের উপস্থিতিতে জোর পূর্বক আমাদের বাউন্ডারীকৃত জমি দখল করে নেয়। এ নিয়ে নগরীর মতিহার থানায় গত ২২ আগষ্ট ২১ সালে জিডি করি। কিন্তু অদ্যবধী এ বিষয়ে কোনই প্রতিকার পায়নি বরং তাদের প্রাণনাশের হুমকী অব্যাহত রয়েছে।

    এর ধারাবাহিকতায় আমাদের কাছে বিক্রীত জমির ভূয়া কাগজ ও দলিলপত্র তৈরি করে রতন মৃধা গং আরোও হয়রানি শুরু করে। যার কারণে আমরা গত ২৬ সেপ্টম্বর মাসে প্রতিকার চেয়ে বড়কুঠি এসিল্যান্ড বরাবর আবেদন করি। কিন্তু রতন মৃধা গং এর দ্বারা তৎকালীন এসিল্যান্ড শাহীন প্রভাবিত হয়ে বারবার আমাদের অভিযোগের রায় প্রদানের তারিখ পিছিয়ে দিতে থাকেন। উপরন্তু রতন মৃধা গং অনৈতিক শক্তির বলে বোয়ালিয়া ভূমি অফিসের কর্মরত রাকিব কে নিয়ে গত ০৯ নভেম্বর ২৪ সালে অবশিষ্ট জমি আবারো জোরপূর্বক জমি মাপজোকের নামে দখল করে নেয়। এক সময় উক্ত জমিতে লাগানো বড় বড় ২০ টি আম গাছও জোর পূর্বক কেটে নেয়। পরবর্তীতে তৎকালীন এসিল্যান্ড শাহীন ডিসি অফিসে বদলী হয়ে গেলেও বর্তমান এসিল্যান্ড অভিজিত সরকার এবং কানুনগো নিশিত কুমার সরকার এর কাছে আমাদের অভিযোগটির বিষয় নিয়ে বারবার ধর্ণা দিয়েও এখন পর্যন্ত কোন সুষ্ঠু সমাধান পাইনি।

    ভূক্তভোগী রোকশানা আখতার পুলিশ কমিশনার এর তাদের নিরাপত্তাসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়ে বড়কুঠি এসিল্যান্ডে আবেদনকৃত অভিযোগটির সঠিক রায় পেতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930