রাজশাহীতে দলিল জালিয়াতির মামলায় চারজন কারাগারে
রাজশাহী প্রতিনিধি: অভিনব কায়দায় জমির দলিল জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ অভিযুক্তরা হাজির হলে বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ মে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল মৌজায় মেছের আলী দেওয়ানের ছেলে আনোয়ার হোসেনের পৈতৃক জমিতে মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একদল ভূমিদস্যু জোরপূর্বক প্রবেশ করে জমির মালিকানা দাবি করে। জমির কাগজপত্র চাইলেও তারা তা দেখাতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দিতে থাকে। পরে তারা মেছের আলী দেওয়ানকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় দাখিলকৃত দলিলের নম্বর (৩৬৩৭২/৭৫) যাচাই করতে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, উক্ত দলিলটি আসলে জেলার চারঘাট থানার রাওথা মৌজার একটি সম্পত্তির বিক্রয় কবলা দলিল, যা মামলার জমির সঙ্গে সম্পর্কিত নয়। মূলত অন্যের দলিল জাল করে জমি দখলের অপচেষ্টা চালানো হয়।
পরে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেন বাদী হয়ে কবিরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার হলেন: মো. কবিরুল ইসলাম, মো. আইদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ওরফে জেনারুল , মো. মোস্তাফিজুর রহমান রানা। তবে মামলার অন্য দুই আসামি,শফিকুল ইসলাম ও ওহিদুল ইসলামকে অপরাধে সম্পৃক্ত না থাকায় আদালত অব্যাহতি দেন। সকল অভিযুক্তই মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলিল জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে জেল হাজতে যাওয়া অভিযুক্তদের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিআলো/এফএইচএস