রাজশাহীতে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় পদ্মা নদীর চরে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়ন-১ বিজিবি সীমান্তবর্তী কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বিজিবি রাজশাহী সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
তিনি জানান, সীমান্তপথে মাদকের একটি বড় চালান হস্তান্তর হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়ন-১-এর একটি বিশেষ অভিযানিক দল কাটাখালী থানার ১০ নম্বর চর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/ইমরান



