রাজশাহীতে লবণের ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় লবণ বহনকারী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় হাসানুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে লবণের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। রবিবার র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল বানেশ্বর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে লবণের বস্তার ভেতরে থাকা চারটি বস্তা থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত হাসানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও অভিযানে নগদ ২ হাজার ৫০০ টাকা ও প্রায় ১৩ হাজার কেজি লবণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাসানুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মিজানুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/ইমরান



