• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে সড়কে আলু ছিটিয়ে কৃষকদের বিক্ষোভ 

     dailybangla 
    19th Feb 2025 6:31 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর সড়কে আলু ফেলে বিক্ষোভ করছেন স্থানীয় কৃষকরা। রাজশাাহীর পবা উপজেলার বায়া মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে পবা উপজেলা সহ আশপাশের উপজেলার কৃষকরা অংশ নেন। এসময় তারা রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

    এদিকে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী জেলার ৯টি উপজেলার কৃষকরা জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে প্রশাসন ও কোল্ড স্টোরেজ মালিকদের তাদের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে তারা স্থানীয় প্রশাসন এবং কৃষি মন্ত্রণালয়ের অভিযোগ জানিয়েচেন। কৃষকদের দাবি, শান্তিপূর্ণ পদক্ষেপের পরেও প্রশাসনের তরফ থেকে কোনরকম ব্যবস্থা নেয়া হয়নি। রাজশাহী জেলায় ৩৬ টি কোল্ড স্টোরেজে আলু ধারণ ক্ষমতা ৫ লাখ টন।

    পবা উপজেলার কৃষক মো. শহিদুল ইসলাম এবার ৪০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। যার মধ্যে অধিকাংশ জমিই তিনি লীজ নিয়েছেন। এই আলু চাষি জানান, কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির মত কোন ঘটনা ঘটে নাই চলতি বছরে। কারণ এবছর বিদ্যুৎ বিল বৃদ্ধি পায়নি। অতিরিক্ত ভাড়া কমানো না হলে তারা সকল কোল্ড স্টোর বন্ধ করে দিবেন।

    কৃষক সবুর আলী বলেন, আলু উৎপাদনে এ বছর বিঘা প্রতি খরচ হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। গতবছরের তুলনায় যা ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি। কারণ হিসেবে তিনি বলেন, বস্তা প্রতি স্যারের জন্য তাদেরকে গুনতে হয়েছে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা। ১৫০০ টাকার সেচ এবার ২০০০ টাকা করা হয়েছে। এছাড়া আলু তুলতে বিঘা প্রতি লেবার খরচ দিতে হচ্ছে ৫ হাজার টাকা। আলুর বীজ কিনতে হয়েছে দেড়শ টাকা কেজিতে। এছাড়া এবার জমি লীজ নেয়ার টাকাও বেশি করা হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় এবার আলুর দাম নিয়ে শংকিত কৃষক।

    কৃষক ইসমাইল হোসেন বলেন, গেল বছর ৬৫ কেজির বস্তা সংরক্ষণে স্টোরেজ ভাড়া নেয়া হয়েছে ২৫৫ টাকা। লেবার খচর সহ পড়েছে ৩০০ টাকা। এবার সেই ২৫৫ টাকার ভাড়া চাওয়া হচ্ছে ৩২০ থেকে ৩৬০।

    কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, বিদ্যমান পরিস্থিতিতে দেশে ব্যাংকের ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ট্যাক্স এবং বিদ্যুৎ বিল পূর্বের চাইতে অনেক বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া ৪০ কেজির বস্তার জায়গায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখা হচ্ছে।

    রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান জানান, এবিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলা হচ্ছে। আশা করছি দ্রুতই একটি সমাধান মিলবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031