রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ, মিলেছে চক্রের গুরুত্বপূর্ণ তথ্য
নজরুল ইসলাম জুলু: রাজশাহীর মোহনপুরে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজলার পত্রপুর এলাকায় জুটমিল সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়ক ও খাড়ইল এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনসিডিল জব্দ করে। এ সময় অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যায়। তবে চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৯ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোহনপুরের খাড়ইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম ওরফে সবুজ মাদক কারবারের সাথে জড়িত। সে নিজ বাসা থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি অটোরিকশায় ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি আমরা জানতে পারি এবং পত্রপুর জুটমিল সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে আমাদের চেকপোস্ট বসাই। খোরশেদ সেখানে পৌঁছলে আমরা অটোরিকশাটি গতিরোধের চেষ্টা করি। কিন্তু সে সিগন্যাল অমান্য করে দ্রতগতিতে অটোরিকশাটি রাস্তার বামে খাদে নামিয়ে দিয়ে বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
জিললুর রহমান বলেন, গাড়িটি তল্লাশি করে জ্যাকেট সদৃশ বস্তুর ভেতর থেকে ৩০০ বোতল অবৈধ ফেনসিডিল পাওয়া যায়। এরপর খাড়ইল এলাকায় গিয়ে খোরশেদের বাড়িতে আমরা অভিযান চালাই। সে বাড়িতে ছিল না। তবে তার বাড়িতে তল্লাশি করে খাটের নিচের মেঝেতে আরও ২০০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক আরও জানান, আসামীর সম্পর্কে প্রাথমিক অনুসন্ধানে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে। এছাড়া পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন জিললুর রহমান।
বিআলো/তুরাগ