রাজশাহীর ছয় আসনে শতভাগ জয়ের প্রত্যাশা বিএনপি প্রার্থীদের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে শতভাগ জয়ের লক্ষ্য নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপি ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে থাকা অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি হয়েছে। এখন একমাত্র লক্ষ্য—রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করা।
বক্তারা বলেন, একটি পক্ষ এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে বিএনপি ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। তাঁরা বলেন, এ নির্বাচন দেশের জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন। দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। সুতরাং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টাকে জনগণই প্রতিহত করবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন,
“তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের একজন উজ্জ্বল নক্ষত্র। আকাশে অনেক তারা জ্বলে আবার নিভেও যায়, কিন্তু বেগম জিয়া আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।”
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনাবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। সততা ও দেশপ্রেমের কারণে তিনি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
মিনু আরও বলেন, বিগত নির্বাচনে যেভাবে রাজশাহী বিভাগে বিএনপির সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছিলেন, এবারও বিভাগের ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং বাঘা-চারঘাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



