• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর ৬ আসনে ২৯ প্রার্থীর লড়াই 

     dailybangla 
    21st Jan 2026 8:08 pm  |  অনলাইন সংস্করণ

    রাজীব আলী, রাজশাহী : রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনেই একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) : এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    তারা হলেন বিএনপির শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামির মুজিবুর রহমান, এবি পার্টির আব্দুর রহমান ও গণ অধিকার পরিষদের মির মো. শাহজাহান। রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশন) : সিটি আসনে ছয়জন প্রার্থী লড়ছেন।

    তারা হলেন বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামির মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির মু. সাঈদ নোমান, নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম, লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

    তারা হলেন বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামির আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও আমজনতা দলের সাঈদ পারভেজ। রাজশাহী-৪ (বাগমারা) : বাগমারা আসনে চারজন প্রার্থী লড়ছেন। তারা হলেন বিএনপির ডি.এম.ডি জিয়াউর রহমান, জামায়াতে ইসলামির আব্দুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) : এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    তারা হলেন বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামির মনজুর রহমান, ইসলামী আন্দোলনের রুহুল আমিন, বিএসপির আলতাফ হোসেন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

    রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) : চারঘাট-বাঘা আসনে চারজন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামির নাজমুল হক, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ ও জাতীয় পার্টির ইকবাল হোসেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রতিটি আসনেই প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন। বিশ্লেষকদের মতে, একাধিক দলের অংশগ্রহণে রাজশাহীর ছয়টি আসনেই এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031