রাজশাহী থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ
নজরুল ইসলাম জুলু: দেশের সকল সেক্টরে ক্ষমতাসহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাজী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এর নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন ও স্লোগান দিতে থাকেন।
এসময় শিক্ষার্থীরা ঢাকা না রংপুর, রংপুর, রংপুর; ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা, ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী; ঢাবি না রাবি, রাবি, রাবি, স্লোগান দেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা থেকে মুক্তি দিতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এ আধিপত্য মানিনা। আমরা পিএসসি থেকে শুরু ইউজিসি পর্যন্ত সবকিছুর পুর্নগঠন চাই।
রেল বিভাগ জানিয়েছে, দুপুর দুইটার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোন ট্রেন নেয়। তার আগে অবরোধ শেষ হলে কোন ধরনের প্রতিবন্ধকতা হবে না।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বিআলো/তুরাগ