রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে আপিল করে শনিবার (১৭ জানুয়ারি) তিনি তাঁর প্রার্থিতা পুনরুদ্ধার করেন।
এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তা গ্রহণ করা হয়।
ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রেজাউল করিম নিজেই।
এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। তাঁদের মধ্যে দুইজন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বর্তমানে রাজশাহী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম।
রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ ছাড়া নতুন ভোটার রয়েছেন ৪ হাজার ৭৪৯ জন।
বিআলো/ইমরান



