রাজেন্দ্রপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার শ্রীপুর
(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলী ডাক্তারের ছেলে।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। তার কয়েদী নং-৫৪৬৫/এ। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের বিশ্বস্ত সোর্স এবং গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহারনামীয় ৯১ নং আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদে রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/তুরাগ