• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    রাধে শ্যাম নিয়ে দেখা দিলেন বাহুবলী 

     dailybangla 
    04th Aug 2021 7:57 am  |  অনলাইন সংস্করণ

    ‘বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস। ২০১৬ সালে ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। এরপর ‘বাহুবলী-২’। এ ছবির ব্যাপক সাফল্য তাকে নিয়ে যায় বলিউডের দুয়ারে। দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের ‘সাহো’র মতো বিগ বাজেটের ছবিতে। প্রশংসা কুড়ালেও বাহুবলীকে টেক্কা দিতে পারেনি এ ছবি।

    সেই বাহুবলী প্রভাস এখন ব্যস্ত রয়েছেন কেরিয়ারের ২০তম ছবি ‘রাধে শ্যাম’ নিয়ে। এটি পরিচালনার দায়িত্বে আছে রাধা কৃষ্ণা কুমার। সম্প্রতি এ ছবিতে নিজের গেটাপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বাহুবলী স্বয়ং। তাতে নীল জিন্স শার্ট ও প্যান্টে প্রভাসকে দেখা গেছে ক্যাজুয়াল অবতারে। ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে এ নিয়ে। অনেকেই বলছেন, বাহুবলী আবারও স্বরূপে আবির্ভূত হচ্ছেন।

    পোস্টারটি দেখে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে দক্ষিণী নায়িকা অনুশকা শেঠি টুইটারে লিখেছিলেন, ‘আমি ভীষণ খুশি পাপসু। রাধে শ্যাম-এর লুক আমার ভীষণই পছন্দ হয়েছে। এগিয়ে চলো। রাধা কৃষ্ণ, পূজা হেগড়েসহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল’। এ ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়েকেও।

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2024
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930