রামপুরা গণহত্যা মামলা: চার আসামির বিরুদ্ধে বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হয়।
গ্রেফতার দুই আসামি হলেন রেদোয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আন্দোলন চলাকালে সরাসরি গুলি ও হত্যাযজ্ঞে নেতৃত্ব দেন অভিযুক্তরা।
বিআলো/শিলি



