রামেকে প্রথম ডেঙ্গি রোগী ভর্তি, খোলা হবে নতুন ওয়ার্ড
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এই বছরের প্রথম ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। সোমবার বিকালে হেলাড়ি স্বপন কর্মকার (২৩) নামের এক রোগী ভর্তি হন।
স্বপনের বাড়ি মহানগরীর ডিঙ্গাডোবা বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম মনি রানা কর্মকার।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বপন ঢাকার নর্দার্ন ইন্টারন্যাশনাল নাসিং কলেজের ছাত্র। তিনি ঢাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হন। এরপর তিনি রাজশাহীতে চলে আসেন।
পরিচালক আরও বলেন, এই মুহূর্তে স্বপনকে ৪২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার ২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গি ওয়ার্ড করা হবে। তখন সেখানে তাকে স্থানান্তরিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইযুম তালুকদার বলেন, আমরা শুনেছি রামেক হাসপাতালে একজন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।