রায়েরবাগে কদমতলী থানা প্রেসক্লাব পরিবারের উদ্যোগে গণ ইফতার
dailybangla
06th Apr 2024 10:29 pm | অনলাইন সংস্করণ
ইবনে ফরহাদ তুরাগঃ পেশাদার সাংবাদিকদের সংগঠন কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ এপ্রিল (শনিবার) রাজধানীর রায়েরবাগ প্রধান সড়কের পাশে গনহারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলমত নির্বিশেষে সকল পেশার শতাধিক সাধারন মানুষ অংশগ্রহন করেন।
মোস্তাফিজুর রহমান মিলনের ব্যবস্থাপনায় ও সুমন চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু। প্রধান অতিথি ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম। এসময় আরও উপস্থিতি ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
এসময় বক্তারা ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের উন্নতি ও সকলের সুখ-শান্তি কামনায় বক্তব্য প্রদান করেন।
বিআলো/নিউজ