• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    রাশিয়ার বিরুদ্ধে সাইবার অভিযান স্থগিত করল যুক্তরাষ্ট্র 

     dailybangla 
    03rd Mar 2025 11:24 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের সাইবার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত রবিবার এ খবর প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

    নিউ ইয়র্ক টাইমস বলছে, মস্কোর বিরুদ্ধে মার্কিন অভিযানের সামগ্রিক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে। তবে কতদিন এটি স্থগিত থাকবে তা স্পষ্ট নয়।

    এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলে পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

    পেন্টাগনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে, আমরা সাইবার গোয়েন্দা, পরিকল্পনা বা অভিযান নিয়ে কোনও মন্তব্য বা আলোচনা করি না।’

    তিনি বলেন, ‘সব ধরনের অভিযানে সাইবার ডোমেইনসহ ওয়ারফাইটারের নিরাপত্তার চেয়ে বেশি অন্যকিছুর অগ্রাধিকার সচিব হেগসেথের কাছে নেই।’

    হোয়াইট হাউসের ওভাল অফিসে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পরই এমন খবর সামনে আসলো। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার সময় ইউক্রেনের প্রতি সমর্থনকে দুর্বল করার লক্ষ্যে ক্রেমলিনের বিরুদ্ধে একাধিক ঘটনার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে।

    এদিকে রাশিয়ার সঙ্গে সংযোগ পুনরায় স্থাপনের বিষয়ে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সাইবার নীতি পরিবর্তনের খবর অস্বীকার করেছেন।

    তিনি বলেছেন, ‘এটি আমাদের আলোচনার অংশ ছিল না। যুদ্ধে অবসান ঘটাতে সব ধরণের পদ্ধতি অবলম্বন করা হবে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31