• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের প্রেত্নাতারা এখনও স্ব-স্হানে বহাল রয়েছে: আমিনুল হক 

     dailybangla 
    09th Jan 2025 12:57 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনকে দেখভাল করার সার্চ কমিটি ও ফুটবল ক্রিকেটসহ সকল কমিটিতে আওয়ামী লীগের প্রেত্নাতাদের পূর্নবাসন করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন,আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতি করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে।

    তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ফুটবল হকি ক্রিকেট সহ প্রত্যাকটি ক্রীড়া সেক্টরে ব্যাপক পরিমাণে দূর্নীতি হয়েছে এবং তাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রয়েছে।

    আমিনুল হক বলেন, আমরা বার বার অন্তবর্তীকালীন সরকারকে আহবান করেছিলাম আওয়ামী স্বৈরাচারের দোসরদের দূর্নীতি গুলো আমলে নিয়ে বিচার করেন;কিন্তু তাদের এই দিকে নজর নেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যে ফেডারেশন গুলো রয়েছে এবং ক্রীড়াঙ্গনকে দেখভাল করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে। সেই সার্চ কমিটিতে এবং ফুটবল হকি ও ক্রিকেট কমিটিতে আওয়ামী লীগের প্রেত্নাতাদের পূর্নবাসন করা হয়েছে।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর ধরে এতো আন্দোলন সংগ্রাম যুদ্ধ করতে গিয়ে আমাদের দলের বহু নেতাকর্মী গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে। তারপরও গত ৫ ই আগষ্টের পরে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দেশের ক্রীড়াঙ্গন গুলোতে যদি এখনও আওয়ামী লীগের প্রেত্নাতারা স্ব স্হানে বহাল থাকে, তাহলে এরচেয়ে দুঃখের ও লজ্জার কিছু হতে পারে না।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন
    মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায়, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের সামনে আগাতে হবে। কারন বিএনপি জনগণের উপর আস্হা ও বিশ্বাস রেখে কাজ করে চলেছে।

    আজ বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সোনালী মাঠে আতিকুল ইসলাম মতিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    মোহাম্মদপুর সোনালী সংঘের সাধারণ সম্পাদক
    অধ্যাপক ড.তানজিম উদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এম এস আহমাদ আলী,নাসির উদ্দিন, ইব্রাহিম খলিল,তাসলিমা রিতা,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031