রিটার্নিং অফিসার নিয়োগে স্বচ্ছতা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সচিব ও রিটার্নিং কর্মকর্তাদের নির্বাহী বিভাগ থেকে নিয়োগকে অসাংবিধানিক দাবি করে হাইকোর্টে রিট করা হয়েছে; পাশাপাশি নির্বাচন আয়োজন স্থগিতের আবেদনও করা হয়েছে।
ইসি সচিবালয় ও জাতীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগে নির্বাহী বিভাগের ভূমিকা চ্যালেঞ্জ করে বুধবার (৩ ডিসেম্বর) হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
রিটে দাবি করা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন পরিচালনার কথা থাকলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের কর্মকর্তা দিয়ে এসব দায়িত্ব পালন করানো হচ্ছে, যা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি জানান, ডিসি ও প্রশাসনের কর্মকর্তাদের পুনরায় নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
রিটে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশনকে ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন এবং নিজস্ব জনবল নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত করারও আবেদন জানানো হয়েছে।
বিআলো/শিলি



