• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    রুয়ান্ডা-কঙ্গো বিরোধ সমাধানে প্রস্তুত তুরস্ক: এরদোগান 

     dailybangla 
    24th Jan 2025 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: রুয়ান্ডা এবং কঙ্গো সম্মত হলে তাদের মধ্যে চলমান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিরোধ সমাধানের জন্য তুরস্ক যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

    বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় রুয়ান্ডা প্রেসিডেন্ট পাউল কাগামের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

    এরদোগান বলেন, ‘আমাদের সহযোগিতাকে আরও গভীর করার জন্য এই সফরকে একটি নতুন মাইলফলক হিসাবে দেখছি আমরা। রুয়ান্ডা একটি আফ্রিকান দেশ যাকে প্রায়ই রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন মডেলের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। আর এই সাফল্যের পেছনে কাগামের ‘দূরদর্শী নেতৃত্ব’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

    তুরস্কের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেছেন কাগাম। এরদোগানের প্রচেষ্টা নিয়ে তিনি বলেন, ‘আপনি সোমালিয়া এবং ইথিওপিয়াকে একত্রিত করে বিভিন্ন সংঘাতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ এই অঞ্চলে একটি ইতিবাচক চিহ্ন রেখে গেছে। আমাদের পারস্পরিক অভিজ্ঞতা বিবেচনা করে, আমরা আপনাকে আমাদের নির্বাচিত অংশীদার হিসাবে দেখে খুশি।’

    এদিকে আঙ্কারার এক ঘোষণা অনুযায়ী, ইথিওপিয়া-সোমালিয়া ২০২৫ সালে ফেব্রুয়ারির শেষদিকে তুরস্কের সহায়তায় প্রযুক্তিগত আলোচনা শুরু করবে এবং চার মাসের মধ্যে সেই আলোচনা শেষ করবে। সেই সঙ্গে বলা হয়েছে, তারা মতের পার্থক্য এবং বিতর্কিত বিষয়গুলি পরিত্যাগ করতে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, দেশ দুটি সিদ্ধান্তমূলকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে।

    একই দিন এই দুই নেতার মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে রেডিও এবং টেলিভিশনে সহযোগিতার জন্য রুয়ান্ডা সম্প্রচার সংস্থা (জইঅ) এবং তুরস্কের এর জাতীয় সম্প্রচারকারী তুর্কি রেডিও এবং টেলিভিশন কর্পোরেশন (ঞজঞ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক হয়।

    এছাড়াও বেসামরিক বিমান দুর্ঘটনা এবং গুরুতর ঘটনার তদন্তে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক, মিডিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে তুরস্ক এবং রুয়ান্ডার মধ্যে একটি সমঝোতা স্মারক এবং তুর্কিয়ের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728