রূপগঞ্জে পুলিশ সদস্যকে রাজকীয় বিদায়
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দীর্ঘ চাকরি জীবনের শেষ কর্মস্থল ভোলাবো তদন্ত কেন্দ্রে প্রথম ধাপে দেড় বছর ও দ্বিতীয় ধাপে ২ বছর পার হওয়ার পর আলাউদ্দিন (৫৯) নামের এক কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার রাতে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সিনিয়র অফিসার ও সহকর্মীদের কাছ থেকে এমন সম্মানের সহিত বিদায় নিতে পেরে খুশি কনস্টেবল আলাউদ্দিন।
আলাউদ্দিন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে। বয়স হওয়ায় তাকে (অবসরজনিত) রাজকীয় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি গ সার্কেল) আবির হাসান, রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ, পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর মোল্লাসহ থানা পুলিশ সদস্যরা।
পরে ওই কনস্টেবলকে বিশেষ উপহার হাতে তুলে দিয়ে থানার ওসির ফুলসজ্জিত করা গাড়িতে বসিয়ে বাসায় পৌঁছে দেয়া হয়।