রূপগঞ্জে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
dailybangla
28th Dec 2025 2:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও যুবদল নেতা জাহাঙ্গীর মিয়ার নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাড়িয়া-ছনি বাঘেরআগা এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসয়ম রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এডঃ মাহফুজুর রহমান হুমাইন।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, রূপগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
বিআলো/তুরাগ



