রূপালি পর্দার আড়ালে অর্থ লেনদেন? ঊর্মিলা শ্রাবন্তীসহ তিনজনকে দুদকের নোটিশ
শোবিজ ও কর্পোরেট জগতে দুদকের নজর
৩ সেলিব্রিটির সম্পদের হিসাব চেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক: শোবিজ ও করপোরেট জগতের আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাম্প্রতিক পদক্ষেপ। অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করেছে সংস্থাটি।
অন্য দু’জন হলেন—প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম।
গতকাল (রোববার) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টরা সম্পদের হিসাব ও দায়-দেনার পূর্ণাঙ্গ তথ্য জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশন-এর সহপ্রতিষ্ঠাতা। অপরদিকে বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড-এর স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি লাভ করেন।
দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়, বিভিন্ন নথিপত্র যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। একই সঙ্গে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ করা হয়।
সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তীসহ তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।
বিআলো/তুরাগ



