রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল
dailybangla
02nd Dec 2024 9:32 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যার স্মরক নং-৮০,০০,০০০০,৪০৮,০৩৬,০৯,২৪-৪৭৪।
উক্ত পদের পরীক্ষার তারিখ ২০২৫ খৃষ্টাব্দের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বিআলো/তুরাগ