রোহিঙ্গাদের সহায়তায় ১১.২ মিলিয়ন ডলার অনুদান
আর্ন্তজাতিক ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় বড় উদ্যোগ নিল যুক্তরাজ্য ও কাতার। দুই দেশ যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে আশ্রিত ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
এই তহবিলের বড় অংশ ব্যবহার হবে ক্যাম্পের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এবং পরিবেশ রক্ষায়। বিশেষ করে শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমানো হবে। ফলে বন উজাড়ের হার অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে দুই দেশের পক্ষ থেকে বলা হয়, “নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা একসঙ্গে পালন করছি।” ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসার পর থেকে কক্সবাজার এখনো বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী আবাসস্থল।
বিআলো/শিলি



