রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মানবিক ও ধর্মীয় উন্নয়ন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের বিখ্যাত ধর্মীয় ও মানবিক সংস্থা দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আজ সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর সাথে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক। দুই দেশের জনগণের মধ্যে গভীর আস্থার সম্পর্ক রয়েছে। তুরস্ক বাংলাদেশের উন্নয়নযাত্রায় যে সহযোগিতা করে আসছে, তা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও মানবিক খাতে তুরস্ক সরকার এবং দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে ফাউন্ডেশনটি অত্যন্ত আগ্রহী। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের মসজিদসমূহের ইমামদের প্রশিক্ষণ প্রদান, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী দিয়ানাত ফাউন্ডেশন কাজ করবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানবসেবা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ফাউন্ডেশনটি। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।
ধর্ম উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে দেশের আইন ও নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি, ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী এবং তূর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



