লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রধান গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
সন্দেহজনক চলাফেরা, তারপর ধাওয়া
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক কিশোরের সন্দেহজনক গতিবিধি দেখে এলাকাবাসী ধাওয়া দেয়। পালানোর সময় তিনজনকে আটক করা হয়, তবে আরও কয়েকজন পালিয়ে যায়।
যা উদ্ধার হয়েছে
আটক কিশোরদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ধারালো চাকু ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের লাকসাম থানায় হস্তান্তর করে।
আটকদের পরিচয়
আটকরা হলো—
- ফতেহপুর গ্রামের মৃত এরশাদের ছেলে কামরুল হাসান ফাহিম (১৭),
- ধামৈছা গ্রামের আবুল কালামের ছেলে মিনহাজুর আবেদীন নাঈম (১৫),
- উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে জিয়াদুল ইসলাম রিদয় (১৮)।
পুলিশের বক্তব্য
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন,
“স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
সম্ভাব্য কিশোর গ্যাং সদস্য
পুলিশের ধারণা, আটক কিশোররা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের উদ্দেশ্য ও অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের স্বস্তি
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিআলো/ইমরান







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
