লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
dailybangla
13th May 2024 5:10 pm | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একরামুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বয়োবৃদ্ধ একরামুল হককে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিআলো/শিলি