লালমনিরহাটে দেখা মিললো রাসেল ভাইপার
dailybangla
24th Jun 2024 10:52 pm | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার রাতে পাটগ্রাম সদর উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপের বাচ্চা দেখতে পায় এলাকাবাসী।
পরে ওই সাপটিকে মেরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে আসে স্থানীয় লোকজন। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সাপের বাচ্চাটিকে এমনভাবে মারা হয়েছে যে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা রাসেল ভাইপার সাপের বাচ্চা।
বিআলো/তুরাগ