লাহোরে হোটেলে আগুন, নিহত ৩
dailybangla
25th Jan 2026 10:59 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোর শহরে একটি বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার লাহোরের গুলবার্গ এলাকায় অবস্থিত ১৯ তলা একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে আগুন লাগে। স্থানীয় গণমাধ্যম জানায়, হোটেলটিতে একটি কলেজের অনুষ্ঠানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
রেসকিউ ১১২২ জানায়, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে ২০টির বেশি যান মোতায়েন করা হয়। নিহতদের নাম ইমরান, শেহরিয়ার ও রিয়াজ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম এখনো চলছে।
বিআলো/শিলি



