লিবিয়া সমুদ্রপথে নৌকাডুবি, মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু
বাদশাহ মিয়া,মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের দুই যুবক লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন। একই গ্রামের আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন—জাহিদ শেখের ছেলে আনিস শেখ এবং আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ। নিখোঁজরা হলেন—আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা এবং কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।
নিহত এনামুলের বাবা আকোব আলী জানান, বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল-খুমস উপকূল থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। পরে কোস্টগার্ড নৌকাটি তাড়া করলে সেটি ডুবে যায় এবং এনামুল মারা যায়।
তিনি আরও জানান, মাদারিপুরের এনামুল নামের এক দালালের মাধ্যমে ২১ লাখ টাকা দিয়ে এক মাস আগে তার ছেলেকে লিবিয়া পাঠানো হয়। তিনি সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বিআলো/ইমরান



