লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক:লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ওই হামলায় হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করা হয়।
অন্যদিকে কিছুদিন আগে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে পরিস্থিতি খুবই ঘোলাটে।
এছাড়া ইরানের রাজধানী তেহেরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাঈল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
বিআলো/শিলি