লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ ইসরায়েলি সেনা নিহত
dailybangla
03rd Oct 2024 12:23 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হিজবুল্লাহ ও আইডিএফের মুখোমুখি লড়াই চলছে।
এর আগে, আইডিএফ এক বিবৃতিতে জানায়, আজ লেবাননের ভেতরে লড়াইয়ে ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।
এদিকে হিজবুল্লাহর এক মুখপাত্র জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধের প্রথম ধাপের অংশ।
বিআলো/শিলি