লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নয় : ইসিকে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পরিবেশ এখনো সমতামূলক নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবৈধ অস্ত্র, হামলা ও প্রশাসনিক পক্ষপাত- এসব নিয়ন্ত্রণ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধন, সিসিটিভি স্থাপন, অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। ব্যয়ের অজুহাত দেখিয়ে সিসিটিভি স্থাপনে অনীহা থাকলেও জামায়াত তা অপরিহার্য বলে মনে করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসি সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে-এমন আশ্বাস দিয়েছে। আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই, তবে সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি।”
দিনের অন্য এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত ধর্মকে রাজনৈতিক ব্যবসায় ব্যবহার করে না। বরং নির্বাচনের সময় যারা তসবিহ নিয়ে ঘোরে, তারাই ধর্মকে ব্যবহার করে।”
তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও দুর্নীতি-মুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির সুস্থতা-অসুস্থতার ওপর রাষ্ট্রের কার্যক্রম থেমে থাকা উচিত নয়। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।
বিআলো/শিলি



