লোহাগাড়ায় জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচির আয়োজন
নুরুল আমিন, লোহাগড়া ( চট্টগ্রাম) : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন বাস্তবায়ন কর্মসূচি আয়োজন করেছেন স্থানীয় প্রশাসন ব্যাটেরিনারি বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ইকবাল হোছেন বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ। এই রোগে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে লোহাগাড়া উপজেলায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী (১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি) পর্যন্ত লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পোষা ও ভবঘুরে (স্ট্রে) কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হবে। এই কর্মসূচির মাধ্যমে কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ করা এবং মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমানোই মূল উদ্দেশ্য বলে জানান তিনি। উল্লেখ্য, মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো কুকুরের কামড়। গবেষণায় দেখা গেছে, কুকুরের অন্তত ৭০ শতাংশকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে ঐ এলাকায় জলাতঙ্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তাই এই আয়োজন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন স্থানীয় প্রশাসন। ভেটেরিনারি বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করে যাবে বলেন আশা ব্যক্ত করেন তিনি। এতে লোহাগাড়া উপজেলার সকল নাগরিক বিশেষ করে কুকুরের মালিকদের নিজ নিজ কুকুরকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভ্যাকসিন প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একইসাথে এলাকাবাসীর সহযোগিতায় ভবঘুরে কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনার মাধ্যমে একটি জলাতঙ্কমুক্ত লোহাগাড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। জানা যায়, এই ক্যাম্পে নে ২৭টি টিম কাজ করবে। সকাল ৬.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতিটা টিমে ১ জন ভ্যাকসিনেটর (প্রাণিসম্পদ), ১ জন ডাটা কালেক্টর, ১ জন ভ্যানচালক, ২ জন এক্সপার্ট কুকুর ধরার লোক কাজ করবে। পরিচালনায় থাকবেন স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর।
বিআলো/আমিনা



