লৌহজং-এ যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত
লৌহজং প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর শুক্রবার লৌহজং এ খিদিরপাড়া ইউনিয়ন বাসুদিয়া নেছারিয়া মাদ্রাসা মাঠে খিদিরপাড়া ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা যুবদলের আহবায়ক হাজী মোঃ মুক্তার হোসেন খাঁন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী আতাউর রহমান খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আরিফুজ্জামান লাভলু হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শান্ত পাঠান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক কবির হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ সহ আরো অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন খিদিরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মাসুদ দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন মোঃ ওয়াসিম হাওলাদার।এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মহসিন শেখ, খিদিরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন বেপারী, খিদিরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব অভি শেখ, খিদিরপাড়া ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন বাবু, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইলিয়াস মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ মুক্তার হোসেন খাঁন বলেন কোনো ছদ্মবেশী আওয়ামীলীগের কোনো লোক যেনো বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলেন। এবং যুবদলকে আরো শক্তিশালী এবং জনগণের পাশে থাকার জন্য দিকনির্দেশনা দেন।
বিআলো/তুরাগ