শনিরআখড়ায় পথশিশু ও শীতার্তদেরকে কম্বল ও খাবার বিতরণ করলো ‘সহানুভূতি’
নিজস্ব প্রতিবেদক: তীব্র শীতকে উপেক্ষা করে পথশিশু ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আন্তর্জাতিক মানবকল্যাণ সংস্থা “সহানুভূতি”।
১১ জানুয়ারী (শনিবার) বিকাল ৪টায় রাজধানীর শনিরআখড়ায় দনিয়া কলেজের সামনে শীতবস্ত্র ও খাবার বিতরণের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে শতাধিক পথশিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। শীতের রাতে উষ্ণতার স্পর্শ পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে প্রশান্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোস্তফা হাসান, চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “সহানুভূতির এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। পথশিশু ও অসহায় মানুষদের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন। চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লবের সাথে অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন সংস্থার সেক্রেটারি জেনারেল মো. আবুল হাসান, এডভোকেট মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা।
আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন আল আরাফ হাসপাতালের চেয়ারম্যান শাকিল, টুপ টুয়েন্টি ওয়ান ওপেন স্কাউট গ্রুপের সদস্য এবং সংস্থার স্বেচ্ছাসেবীরা। মিডিয়া পার্টনার হিসেবে এ কার্যক্রমে যুক্ত ছিল পিপলস রেডিও।
জানা যায়, ধারাবাহিকতা বজায় রেখে “সহানুভূতি”র সামাজিক সেবামুলক ও মানবিক উদ্যোগ গুলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় ধরনের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব জানান, “আমাদের লক্ষ্য শুধু শীতার্তদের সেবা নয়, তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশা জাগানো। আমরা বিশ্বাস করি, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।” সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এমন উদ্যোগে অংশগ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঘোষণা করেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ